হ্যাকারদের থেকে বাঁচতে চান? তাহলে এখনই ফোনে এই জিনিসটা করুন।
১ মিনিটে পড়ুন।তাই হ্যাকারদের থেকে বাঁচতে ফলো করুন কিছু সহজ পন্থা। এটা অভ্যাসে পরিণত করে ফেলতে পারলেই শ্রেয়।
স্মার্টফোনেই সব। ইমেল, মেসেজ, অফিসের কাজ, ব্যাঙ্ক ডিটেইলস। তাই স্মার্টফোনের নিরাপত্তাকে হালকাভাবে নেবেন না।
তাছাড়া পেগাসাস কাণ্ডের পর সবার একটু হলেও টনক নড়েছে। বিশিষ্ট রাজনীতিবিদদের ফোনে যদি আড়ি পাতা যেতে পারে, আপনার-আমার স্মার্টফোনে তো কোনও ব্যাপারই নয়। আড়ি পাতার থেকেও আমাদের ভয় পার্সোনালিটি ক্লোনিং, ব্যাঙ্কিং ডিটেইলস চুরি ইত্যাদি নিয়ে।
তাই হ্যাকারদের থেকে বাঁচতে ফলো করুন কিছু সহজ পন্থা। এটা অভ্যাসে পরিণত করে ফেলতে পারলেই শ্রেয়।
গত বছর একটি বিবৃতি জারি করে NSA জানায়, ফোন সুরক্ষিত রাখতে হলে তা নিয়মিত রিস্টার্ট করুন। সপ্তাহে অন্তত একবার স্মার্টফোন রিস্টার্ট করার পরামর্শ দিয়েছে জাতীয় নিরাপত্তা সংস্থা।
এছাড়া কী কী মেনে চলা উচিত্?
১. কোনও অজানা অ্যাপ ইনস্টল করবেন না। প্লে স্টোর থেকে শুধুমাত্র পরিচিত ও বহুল জনপ্রিয় অ্যাপ ইনস্টল করুন।
২. অজানা, নাম না জানা ওয়েবসাইট এড়িয়ে চলুন।
৩. পর্নোগ্রাফিক ওয়েবসাইট এড়িয়ে চলুন।
৪. ফোনে কোনও ব্যক্তিগত তথ্যাদি রাখবেন না। যেমন আধার, প্যান নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
৫. কেউ ফোনে এটিএম নম্বর চাইলে বা কোনও অ্যাপ ইনস্টল করতে বললে সরাসরি না করুন। থানায় জানান।
0 Comments